Detalhes

  • Última vez online: 3 dias atrás
  • Gênero: Masculino
  • Localização: Somewhere in Asia
  • Contribution Points: 5 LV1
  • Papéis:
  • Data de Admissão: novembro 16, 2020

Forhad Ahmed Niloy

Somewhere in Asia

Forhad Ahmed Niloy

Somewhere in Asia
Racket Boys korean drama review
Completados
Racket Boys
3 pessoas acharam esta resenha útil
by Forhad Ahmed Niloy
Ago 10, 2021
16 of 16 episódios vistos
Completados
No geral 9.5
História 9.5
Atuação/Elenco 10.0
Musical 9.0
Voltar a ver 10.0

This gonna be my favorite drama for the rest of my life!!

হাই! কেমন আছেন সবাই? কে কোন ড্রামা দেখছেন এখন? কিছু কি দেখতেছেন আদৌ? আমি কি কিছু সাজেস্ট করবো? Racket Boys দেখুন!
চায়নাতে অহরহ স্পোর্টস ড্রামা হলেও কোরিয়ায় স্পোর্টস রিলেটেড ড্রামা খুব একটা দেখা যায় না। র‍্যাকেট বয়েজ সেদিক থেকে একটু ব্যতিক্রম। ব্যাডমিন্টন খেলাকে মূল উপজীব্য করে বানানো ড্রামাটায় শুধু মাত্র খেলাকে ফোকাস করা হয়নি, পুরো একটা ক্যমুনিটিকে রিপ্রেজেন্ট করা হয়েছে। যার কারণে Racket Boys আমার কাছে শুধুই একটা ড্রামা না, বরং তারচেয়েও একটুখানি বেশি কিছু।
স্পোর্টস ড্রামা হলেও এটাকে শুধু স্পোর্টস ড্রামা বলা যাবে না। Racket Boys একই সাথে স্পোর্টস, কমেডি, ফ্রেন্ডশীপ, রোমান্স, ইয়ুথ, মেলোড্রামা, সুপার-ন্যাচারাল সব জনরাকেই রিপ্রেজেন্ট করে!
আপনি ফ্রেশ স্টার্টিং মানে নতুন একটা জায়গায়, নতুন পরিবেশে নতুন ভাবে জীবন শুরু করা রিলেটেড ড্রামা দেখতে চান? তাহলে Racket Boys দেখুন।
আপনি ইয়ুথ জনরার ড্রামা দেখতে চান? তাহলে Racket Boys দেখুন।
আপনি স্কুল জনরার কোন ড্রামা দেখতে চান? তাহলে Racket Boys দেখুন।
আপনি ফ্রেন্ডশীপ রিলেটেড কোন ড্রামা দেখতে চান? তাহলে Racket Boys দেখুন।
আপনি রম-কম দেখতে চান? তাহলে Racket Boys দেখুন।
প্লট টুইস্ট- টিপিক্যাল রম-কম দেখতে দেখতে বিরক্ত? তাহলেও Racket Boys দেখুন।
কোল্ড/এরোগেন্ট মেইল লীড আপনার ভালো লাগে? তাহলে Racket Boys দেখুন।
ওভার কনফিডেন্ট/ সুপার সুপার ওভার কনফিডেন্ট মেইল লীড দেখতে চান? তাহলে Racket Boys দেখুন।
স্ট্রং/বোল্ড ফিমেল লীড ভালো লাগে? তাহলে Racket Boys দেখুন।
প্লট টুইস্ট- একা একা হিসু দিতে যেতেও ভয় পায়, পুরো গ্যাং নিয়ে যেতে হয় পাহারা দেয়ার জন্য- এমন ফানি মেইল লীড দেখতে চান? তাহলেও Racket Boys দেখুন।
কিউট/বালপাকনা বাচ্চাওয়ালা ড্রামা ভাল্লাগে? তাহলে Racket Boys দেখুন।
অনেকগুলো হ্যান্ডসাম ওপ্পাওয়ালা ড্রামা ভালো লাগে (Such as Moonlovers, Harang)? তাহলে Racket Boys দেখুন।
বন্ধুদের খুনসুঁটি, পারিবারিক বন্ধন, ফ্রেন্ডলি নেইবারহুড- এসবে ভর্তি ড্রামা ভালো লাগে? তাহলে Racket Boys দেখুন।
আপনি Do Do Sol Sol La La Sol ড্রামার ফ্যান? তাহলে Racket Boys দেখুন।
আপনি Reply 1988- এর ফ্যান? তাহলে ডেফিনিটলি Racket Boys দেখুন।
কি দেখবেন ভেবে পাচ্ছেন না? বা টিপিক্যাল ড্রামা দেখতে দেখতে ব্লক চলে এসেছে? কোন ড্রামার ঘোরে আছেন বা সিরিয়াস জনরার ড্রামা দেখতে দেখতে ক্লান্তি চলে এসেছে? বুকটা ভারী হয়ে আছে? হালকা রিফ্রেশিং কিছু দেখে মন হালকা করতে চাচ্ছেন? তাহলে চোখ বন্ধ করে Racket Boys দেখুন।
কি টান টান উত্তেজনা আর কি অধীর আগ্রহ নিয়ে প্রতিটা এপিসোড শেষ করেছি আমি- এটা শুধু আমিই জানি! আমার দেখা সেরা ৫টি কোরিয়ান ড্রামার তালিকা করতে গেলে এখন থেকে নিশ্চিত ভাবেই র‍্যাকেট বয়েজ সেই তালিকায় চলে আসবে। Racket Boys শুধু একটা ড্রামাই না, এটা আনন্দের একটা খনি, মন ভালো করে দেয়ার উৎস। এই ড্রামা আমি আরো বহুবার দেখবো!
Esta resenha foi útil para você?